টাকার অভাব, টাকার জ্বালা, কিসের এ খেলাঘর?
শ্রমে ঘাম ঝরে, তবু ক্ষুধার ঝড়ে ভাঙে ঘরের দর।
গৃহহীন রাত পোহালে, খুঁজে ফিরি ক্ষুধার সুর,
চোখে আঁধার, পেটে অনাহার, জীবন যেন দূর।

কৃষকের মাঠে ফসল ফলে, তবু খালি তার ঘর,
শ্রমিকের হাতে রক্ত জমে, তবু নেই তো সঞ্চয় বর।
ধনী পল্লীতে সোনা ঝলমল, গরিবের কপালে ব্যথা,
এই কি তবে সৃষ্টির নিয়ম, এই কি তবে পথ?

টাকার অভাব মানে কি জীবন, কেন এত হাহাকার?
মানুষের প্রাণে হোক জাগরণ, আসুক নতুন আলোবার।
চাওয়ার শেষ নেই, পাওয়ার নেই শেষ, তবু ভাঙুক এ ধারা,
মানুষের হাসি ফিরুক ফিরে, ঘুচুক সকল কারা।

তাইতো বলি, জেগে ওঠো সবে, ভাঙো এই দারিদ্র্যের দণ্ড,
মানবতার ডাকে মিশুক কণ্ঠ, আসুক সমতার লন্ড!
দিনের শেষে হাতে থাকুক শুধু মুঠো মাটি আর গান,
এই পৃথিবীতে যেন সবাই মিলে পায় জীবনের প্রাণ।