১.
ছোট্ট মনি মাঠে যায়,
ধানের গন্ধ মাটিতে পায়।
গাছের নিচে জোনাকি জ্বলে,
মনের মাঝে আলো তোলে।
২.
বৃষ্টির দিনে ছাতা নিয়ে,
পুকুর পারে খেলতে গিয়ে।
পায়ের নিচে কাদা জমে,
মজা লেগে যায় মনে।
৩.
রাঙা সূর্য, নতুন আলো,
খেলতে গিয়ে পড়ল ভালো।
গাছের নিচে হাওয়া আসে,
মিষ্টি সুবাস মন কে ভাসে।
৪.
তারা ওঠে আকাশ জুড়ে,
ঝিকিমিকি আলো ধরে।
রাতের আঁধার মুছে দিয়ে,
স্বপ্নে ডাকে কাছে নিয়ে।
৫.
নদী বয়ে যায় নিরবধি,
জল ছুঁয়ে বাজে সুরমধুর।
তীরের বাঁধে কিশোর হাসে,
নতুন দিনের গল্প ভাসে।
৬.
জোনাকি পোকা মাঠে যায়,
আলো নিয়ে খেলতে চায়।
ছোট্ট শিশুর হাতে ধরে,
আলোর নাচন মধু ভরে।
৭.
খেজুর গাছের ডালে ডালে,
পাখি বসে খেলে কালে।
মিষ্টি রোদে গুনগুন গান,
বিকেল বেলা মনময় জান।
৮.
ছোট্ট নদী, ছোট্ট ভেলা,
দেখতে গেল নীলের মেলা।
পাখি গায় আর হাওয়া আসে,
মধুর স্মৃতি জলে ভাসে।
৯.
মাঠের মাঝে ছুটে বেড়ায়,
শিশু সবাই হেসে খেলে যায়।
রঙিন ঘুড়ি আকাশে ভাসে,
মনের মাঝে হাসি আঁকে।
১০.
পাহাড় ডাকে মেঘের সাথে,
ডালে ডালে দোল খায় পাখে।
সবুজ গাছের মিষ্টি ছোঁয়া,
জীবন মনে লাগে মিঠে হাওয়া।
১১.
কাঁঠাল গাছের নিচে বসে,
শিশু হাসে মজা মজে।
গন্ধ মেখে কাঁঠাল পাকে,
মায়ের গল্পে ঘুমিয়ে থাকে।
১২.
দুধের হাঁড়ি ভেঙে পড়ে,
বকুল গাছের পাতা ঝরে।
গোধূলি বেলায় বাজে বাঁশি,
শিশুর মুখে ফুটে হাসি।
১৩.
নতুন বইয়ের গন্ধ পেয়ে,
পড়তে গিয়ে মন যায় ভেসে।
শিশুর চোখে জ্বলে আলো,
জ্ঞান শিখে যায় দিন ভালো।
১৪.
হাওয়ার ঝাপটা, নৌকা ভাসে,
নদীর ঢেউ মনের পাশে।
তালের তলে ঝড়ের গান,
প্রকৃতিতে মধুর প্রাণ।
১৫.
ধানের মাঠে শিশির ঝরে,
পায়ে পড়ে খেলে সবে।
বিকেল শেষে সন্ধ্যা নামে,
মাঠের গল্প হৃদয়ে থামে।
১৬.
রাঙা মাটির পথে চলে,
ছোট্ট গাড়ি, গরু তলে।
পথের ধারে বাঁশের ঝোপ,
গ্রামীন গন্ধে ভরে মন।
১৭.
দুধ-ভাত খেয়ে খেলতে যায়,
সাঁকো পেরিয়ে জলে চায়।
মাছের খেলা দেখে দেখে,
শিশুর চোখে সুখের রেখা।
১৮.
বৃষ্টি পড়ে ছলছল,
হাওয়ায় মাখে শীতল জল।
গাছের পাতা নেচে ওঠে,
পৃথিবী যেন সুখে ভরে।
১৯.
গ্রামের মেলা বসে তীরে,
গরুর গাড়ি যায় যে ঘুরে।
তালের পাখায় হাওয়া খেলে,
সবাই মেতে উঠেছে মেলায়।
২০.
সজনে গাছের ছায়ায় বসে,
খেলছে শিশু কাদা ঘাসে।
আলোর চুমু গায়ে মেখে,
শিশুরা হাসে আপন মনে।
............আমার লিখা ছড়া কাব্য এর ২০ টি ছড়া...............।