বুলবুলি তোর সুরেতে মোর প্রাণ ওঠে জাগি,
তোর গানে ঢেউ তোলে আশা, মুছে অশ্রুর ছায়া।
আকাশে তুই ভাসাস সুর, আলোতে ভরে গা’গি,
তোর গানে মেলে ধরণী সবুজ জীবনের মায়া।
তুই গাও বনের গহনে, গাও শান্ত নদীর পাড়ে,
তোর সুরেতে মিশে থাকে স্নিগ্ধ বিকেলের আলো।
গানে তোর চঞ্চলতা, হৃদয়ে শান্তি ধারে,
তোর সুরে বাজে প্রেমের কোলাহল অনুরাগে ভালো।
তুই বল তোর সুরের কথা, কোথায় পেলি সেই মায়া?
কেমন করে তোর গানে এমন প্রভাতের ছোঁয়া?
তোর সুরেতে ঢলে আমি জীবনের গহনে থামি,
বুলবুলি তুই গান করো, মুছে দাও মনের বেদনা,
তোর সুরেতে উঠুক সজীব আলোরই ঘর-দেওনা।