প্রতিটি পাতায় এক গল্প খেলে,
অজানা জগতে ডাকে সে সবে,
বইয়ের পাতায় হাত বোলালে
মনে হয় যেন ছুঁই চাঁদের রবে।
মলাটের গন্ধে স্মৃতিরা জাগে,
ফিরে আসে ছেলেবেলার ভাগে,
শব্দের মধ্যে মিশে থাকা সুরে
মনের গান বাজে প্রতিটি ছত্রে।
তুমি কি দেখো, বইয়ের ভেতর
লুকিয়ে থাকে কতো স্বপ্নের খবর?
কখনো রাজা, কখনো রাণী,
জীবনটা যেন গল্পেরই মানি।
তাই বইয়ের সাথে প্রতিটি সন্ধ্যে,
যেন বন্ধুর মতোই পথের বাঁকে,
একটা পাতায় হারিয়ে যাওয়া,
আরেকটা নতুন ভুবন পাওয়া।