বিশ্বাস—একটা শিকড়ের মতো,
গভীর থেকে আরও গভীরে গেঁথে থাকে,
প্রথমে চোখে দেখা যায় না,
কিন্তু অনুভব করলেই হৃদয় ছুঁয়ে যায়।
কথায় কথায় গড়ে ওঠে তার ঘর,
মাঝে মাঝে সন্দেহের ঝড় বয়ে যায়,
তবুও দাঁড়িয়ে থাকে অটল হয়ে—
যদি থাকে সত্যিকারের ভালোবাসার আধার।
তুমি আমায় বলেছিলে,
"আমি আছি, থাকবে,"—এই কথা,
মনের আকাশে ছড়িয়ে দিয়েছে নীল আলো,
বিশ্বাসের মিষ্টি গন্ধে মিশে গেল সব দুঃখ।
কিন্তু একদিন—
যখন কথারা হারায়, নীরবতা দখল করে মন,
তখনও কি থাকবে সেই শিকড় ধরে?
নাকি হালকা বাতাসেই ভেঙে পড়বে জীবন?
বিশ্বাস—একটা সেতুর মতো,
হাজারো বাধা পেরিয়ে এনে দেয় দুই প্রান্ত,
তুমি যদি রাখো তার সম্মান,
তাহলেই পাবে তার পরিপূর্ণতার সন্ধান।