বাংলার আকাশ, নীলের ছোঁয়া,
মেঘের ভেলা ভাসে রূপের মোয়া।
বাতাসে মিশে শান্তির গান,
গাঁয়ের মাঠে শস্যের টান।
নদীর পাড়ে গাছের ছায়া,
সবুজ ঘাসে শিশিরের মায়া।
সোনালি ধান দোলে হাওয়ায়,
বাংলার রোদ্দুর হাসে নতুন আশায়।
পাখির কূজন ভোরের আলো,
মাটির ঘ্রাণে লাগে প্রাণে ভালো।
এই আকাশ, এই মাটি, এই প্রাণ,
বাংলা আমার হৃদয়ের গান।
শান্ত বাতাসে বাজে সুর,
সবুজ শ্যামল বাংলার নূর।
প্রাণে ভরে ভালোবাসার ঝর,
এই বাংলার বুকে আমি অনন্ত পথিক ধর।