বাংলা জাতি, জাগো আজি, দেখাও তবু রুদ্র রূপ,
অধিকার আর স্বাধীনতার, কর জয়ঘোষ, কর নিরূপ!
শত বাধা, শত বঞ্চনা, তোমার পথ রুদ্ধ করুক,
তবু তুমি রক্তমাখা মাটির শপথে অটল থাকুক।
ভাঙো সব শৃঙ্খল, ভাঙো বাঁধ, দেখাও মুক্তির পথ,
শত্রু যত, সবকেই দাও বিদ্রোহী তেজের হাত।
নিঃস্ব তুমি, তবু অমৃত মাটির থেকে বয়ে আনে,
বীরত্বের ধারায় তুমি সবার হৃদয় পুড়িয়ে দানে।
জয় বাংলা, জয় বাংলা, এই হোক তোমার সুর,
কাজী নজরুলের মতন তুমিও হও প্রজ্বলিত নূর।
মানবতার গান গেয়ে, বিজয়ীর বুকে দাও আঘাত,
এই বাংলার সন্তান তুমি, মুছে দাও জড়তার পাত।