নীলিমায় মিশে থাকে অজানা কোনো গল্প,
আকাশ যেন এক অন্তহীন কাব্যগ্রন্থ।
তারার আলোয় লেখা হয় রাতের পাতা,
বাতাসে ভাসে তার নীরব জিজ্ঞাসা।

সকালে রোদ্দুর ঝরে,
আলোর রঙে রাঙিয়ে আকাশের ক্যানভাস।
সাদা মেঘের দল কিসের খোঁজে উড়ে যায়?
প্রতিটি টুকরো মেঘে লেখা যেন এক নতুন আশ্বাস।

বৃষ্টি নামে কখনো কান্নার মত,
কখনো বা সুখের শব্দ হয়ে ঝরে।
তবু আকাশ থাকে অটুট,
জীবনের সব রূপ সে নিজে দেখে নেয়।

রাত হলে আঁধারের আঁচলে জড়িয়ে,
তারা ভরা পৃথিবীকে ভালোবাসার গল্প শোনায়।
আকাশের বিস্তার, সেই নীরব অনুভূতি—
যেন প্রতিটা মনকে ভরিয়ে তোলে অনন্তের চাহিদায়।

আকাশ— তুই তো শুধু শূন্য নস,
তোর বুকে লেখা আছে জীবনের অগণিত গোপন কথা,
যার প্রতিটি পাতা আমাদের অচেনা পথের দিশারি।