মোর প্রিয়া
মোহাম্মদ ফরিদ উদ্দিন
কেয়া পলাশ আয়রে তোরা আয়রে ছুটে আয়
মোর প্রিয়াযে এসেছে আজি মোরই আঙ্গিনায়;
ঘ্রানে তোরা ভরিয়ে দেরে মোর প্রিয়ারী মন
আনন্দতে ভরিয় দেরে এই মধুরী ক্ষণ ;
কোকিল শ্যামা আয়রে তেরা আয়রে ছুটে আয়
আলতা তেরা পরিয়ে দেরে মের প্রিয়ারী পায়,
গানে গানে মাতিয়ে তোল মধু ভরা এই সাজ
ভূলিয়ে দেরে তোরা আজি মোর প্রিয়ারী লাজ ;
মৃদু হাওয়া দিয়ে যারে প্রিয়ার কেশে দোলা
প্রিয়ার আজি হৃদয় কপাট সবার তরে খোলা,
নুপুর পরা বৃষ্টি মেয়ে তোরাও আজি আয়
নুপুর তোরা পরিয়ে দেরে রঙ্গিন দু'টি পায় ;
ভেঙ্গে দেরে তোরা আজি প্রিয়ার লাজের যত ঝুড়ি
হারিয়ে যাবো আজকে মোরা অজানা অচেন পুরী ।