নিঃশব্দ নদীর তীরে বসে আমি,
একাকী এক মনোযোগী শ্রোতা,
আকাশের নীলের মাঝে খুঁজে ফিরি
কোথায় লুকিয়ে থাকে মোর ব্যথা।

আলেয়ার ওই প্রান্তর থেকে
সন্ধ্যার আলো ম্লান হয়ে আসে।
নিস্তব্ধ নদীর ঢেউয়ে বাঁধা,
মোর হৃদয়ের একেকটা আশা।

বাতাসে ভাসে অদৃশ্য সুর,
মরমের মাঝে কান্নার গুনগুন,
চোখের কোণে সিক্ত স্মৃতি,
বিরহের ছায়া মোর প্রাণে মেশে।

এই নিঃসঙ্গতা যেন সান্ত্বনার ছায়া,
বেদনার মাঝে শান্তি মেলে;
একাকিত্বের মাঝেই যেন তোমাকে পাই,
অতঃপর যেন তোমায় ভুলে না যাই ।

অভিমানের ঢেউ ভাঙে নীরব নিবৃতে,
আড়াল হয়ে যায় কথা সব,
থেমে যায় সময়ের পথ।
তবু স্মৃতিরা রয়ে যায় মনে,
বিদায়ের পরও হয়ত ফিরবে,
কোনো এক অজানা ক্ষণে।