তুমি কমলাঙ্গ, অনুগ্র,
তুমি মোলায়েম, সস্নেহ।
তুমি তো ব্রহ্মাণ্ড দরদি মরমি,
তুমিই সেই দুর্বোধ্য, দুরারোগ্য।

তোমার সংস্পর্শে পুষ্প ফোঁটে,
তোমার সংশ্রবেই পাথর গলে।
তুমি উগ্র, বসন্তে নিস্পন্দ,
তোমাকে জ্ঞাত দুরধিগম্য।