তুমি পারিবে না ভৎস করিতে আমায়।
তোমার ওই মিষ্টি ঠোঁটের মায়ায়,
জাদু অথবা কামনার ছলনায়।
জানি তোমার ভালোবাসা মনের গহীন থেকে,
তুমি সকল কিছু ছিন্ন করিতে পারো;
শুধু অপেক্ষা "এইতো আমি আছি পাশে তোমার,
তুমি ভয় পেয়ো না আমি ছাড়বো না তোমায়"।
আমি অপারগ কল্পনা মোর সিদ্ধ করিতে,
তোমার ওই চোখে কাজল লেপ্টাতে।
খয়েরি রংয়ের লিপস্টিকে মাখা
জাদুকরি ঠোঁটে চুমু আঁকাতে।
আমিতো পাপী, নিষ্ঠুর, দয়াশূণ্য
তোমার ভালোবাসা করিয়াছি চূর্ণ।
বিশ্বাস কর, মিলিয়ে দেখো তোমার চক্ষু।
এই ব্যাধিতে শুধু আমিই নই ভুক্ত;
পরিবার, সমাজ, জাতি সবই যুক্ত।
মেনে নিলাম আজ আমি দোষী।
কেন সকল বাধা ছিন্ন করিয়া,
আনিলাম না লাল শাড়ী কিনিয়া।
দেখিলাম না বধুর সাজে ফুল পরাইয়া।
তুমি জানো? তবুও আজ আমি খুশি?
করিয়াছি জয় সকলের হাসি,
দিয়ে তোমার মুখে বিষের বাঁশি।