একদিন চলিয়া যাইবো, মিশিয়া ভূতলে
চির-নিদ্রিত হইবো আমি ধরনীর বক্ষে।
মৃত্যু নাহি আর আসিবে, হবে অমরত্ব।
সেইদিন পাই যদি মোর সৃষ্টিকর্তার দর্শন,
সেটাই হইবে মোর সাফল্যের চরম বর্ষণ।

দয়াময় স্রষ্টা যদি করেন মোরে দয়া,
সাফল্য হইবে মোর হইবে দর্শন; নতুবা
সেইদিন বিদীর্ণ হইবে দেহ, হবে গলিত।
হুমাজাহর আগ্নিতে দগ্ধিত হইবে
সেইখানে না মরিবে, না বাঁচিবে।
পুড়িবে যত, সৃজিত হইবে ততো।

সেইদিন যেন মোর প্রভু করেন মোরে দয়া,
আকুতি রহিলো এই, মোর প্রভুর দারে।
সেইদিন প্রভুর দয়া পাইবে যাহারা,
মুক্তির দেখা পাইবে তাহারা।

দিও মোরে দেখা প্রভু, দিও মোরে দেখা।
শেষ নিঃশ্বাস হয় যেন মোর নাম জপে তোমার,
পরকালে পাই যেন সাফায়ত তোমার হাবিব
মোদের পথ নিদর্শক নবী মুহাম্মদের  (সঃ)।