কুয়াশাতে ঢেকে যায় এ শহর যখন,
একাকিত্বের দহন শুরু হয় তখন।
হৃদয়ের গভীরে ঠোকা দেয় স্মৃতির মহল,
কি হলো! কিভাবে? কোথায়?
কোথায় হারিয়ে গেল এতোসব?
স্মরণে স্মরণেই কাটে কুয়াশার ঘোর,
আলোয় মিশে যায় স্মৃতির শহর।
ক্লান্ত চোখে জমে থাকা বিষাদের ছায়া,
বুলি সব হারিয়ে যায়, নীরবে আঘাত হানে মায়া।
হৃদয়ের গহীনে জমে থাকা বেদনার শৈবাল,
স্মরণ করায়, বিদায়ের সময় হয়েছে এবার।