ভুল
ভুল সবই ভুল
ভুলেই মানুষের জীবন শেষ
আবার ভুল থেকেই শেখা।
চারদিকে যা দেখি, সবই ভুলের খেলা।
ভুল মানুষকে দেয় অনুতাপ
আবার ভুলেই মানুষ করে মহাপাপ,
ভুল কখনও হয়ে ওঠে কাল।
ভুল সবই ভুল,
ভুলেই ঝরে পড়ে হাজার ফুল
কিছু ভুলেই ভেঙে যায় কূল
ভুল সবই ভুল।
#ছোটমামা