ভুল করে হলেও
একটিবার বলো ভালোবাসি।

     ভুল করে হলেও
একটিবার জাগি চলো নিশি।

      ভুল করে হলেও
একটিবার দাও হাতটি ধরার অধিকার।

      ভুল করে হলেও
একটিবার আখি জল মুছতে দাও আবার।

      ভুল করে হলেও
একটিবার নিতে দাও এলোকেশের গন্ধ।

   ভুল করে হলেও
একটিবার আখি করো না বন্ধ।

           ভুল করে হলেও
আর একটিবার,একটিবার চলো হাটি পাশাপাশি।
      
      ভুল করে হলেও
একটিবার শুধু একটিবার বলো ভালোবাসি।