ভাবনা

চারু,
  এমন খেলা খেলে গেলে,
   নিশ্চুপ হয়ে না বলে
চলে গেলে মেঘের ভেলায়
দূর নীল আকাশের নীলিমায়।

তুমি চলে যাবার পর
আমার বালিসের পাশে রেখে গিয়েছ,
একখানা হৃদয় ভাঙা পত্র আর একখানা কালো গোলাপ।

তুমি চলো যাবার পর বোধ হয়
নয়ন খুলে দেখিনি ধরণী দিন সাত,
তুমি ছাড়া যে ধরণী আমার কাছে
মনে হয় একটা অতল নীলগিরিখাত।

তোমার সেই চুলের গন্ধ
লেগে আছে আমার কমল বালিসে
আমি স্পর্স করিনি আজও
শুধু চেষ্টা করেছি অনুভব করতে
করে দুটি আখি বন্ধ।

তুমিতো মেঘের সাথে করছো খেলা,
এদিকে বৃষ্টিও তোমাকে ছাড়া
আমাকে যে করে অবহেলা।

সেদিন বিকালে গিয়েছিলাম দেখতে বৃষ্টি
সে কি হলো জানো,
আমাকে দেখে মেঘেরা ফেরালো দৃষ্টি,
আর অন্য দিকে চলে গেল কেন?

তুমি তো আজ হয়েছো
নিশ্চয় ঐ সাতরঙা মেঘেররানী,
আমাকে ভিজাতে করছো মানা
ওদেরকে এ আমি জানি।

ভাবছ তুমি ভিজলে বুজি
আসবে আমার জ্বর,
এতোই যখন ভাবো আমায়
তবে কেন চলে গেলে করে পর।

জানি পারবে না দিতে উত্তর
কারন তুমি যে আজ মেঘরানী,

চারু তুমি যে কবিতা চাইতা,
আজ যে আমার মনের ডায়েরী
ভরে গেছে কবিতায়,
শুধু নেই সেই ছন্দময়ী তুমি।

তোমার মেঘদের বলনা একবার
শুধু একবার ভিজিয়ে দিয়ে যাক,
সেই বৃষ্টিতেই নিব তোমার স্পর্শ
দাঁড়িয়ে আর দেখবে নয়ন হয়ে অবাক।

চারু একটি বার শুধু একটি বার।

লেখক:শেখ ফরিদ(#ছোটমামা)