উপমা
তুমি নিশ্চল আকাশের মায়াবী চাঁদের
একখানা বাস্তব উপমা।

তোমার ঐ মায়াবী হাসি,
প্রেমিকের হৃদয় হরনের কারন।

তোমার ঐ বাকা নয়নের তাকানো
যোদ্ধার জন্য অদম্য সাহস আর প্রেরণা।

তোমার ঐ কথা যেন
মুক্ত ধারার ঝরণা।

তোমার ঐ পরশ যেন
পথিকের কাছে বট বৃক্ষের শীতল ছায়া।

তোমারে একপলক দেখার জন্য
চাতকের মতোন চেয়ে আছি আকাশপানে,
তুমি বৃষ্টি হয়ে ঝরবে কবে???

#ছোট_মামা