সুখের সমীপে
            লেখক:শেখ ফরিদ
ভবে আসিয়া আমি একা
প্রথমেই পেয়েছি দরদী মায়ের দেখা।

ধীরে ধীরে যাচ্ছি আমি বেড়ে
শৈশব আমার কে নিচ্ছে কেড়ে?

হাতের মুঠোয় ছিল মায়ের আঁচল
সেই হাত কেন শূন্য এখন,বল মন বল?

যে হাত ছিল সারাদিন মায়ের গলা জড়িয়ে
কেন  আজ আগুনে দিচ্ছে সে হাত বাড়িয়ে?

যে মুখে ছিল মায়ের মিষ্টি মাখা হাসি
সে মুখ কেন আজ যায় নয়নজলে ভাসি?

প্রতিদিন দেখতাম মায়ের চাঁদ বদনখানি
আজ কেন সেই চাঁদ বদনে বিস্মিত ছাপখানি?

কে রে তুই কেড়ে নিলি
আমার মায়ের সব সুখ?
আমি দেখিব তোকে আজি
পারলে এ অধমে দেখা তোর মুখ।

#রূপক_কবিতা

#ছোটমামা_নিখোঁজ