সুখ আর দুঃখ
আমি দুঃখ দেখছি,
সুখকেও ছুয়েছি
আমি জেনেছি তাদের ইতিহাস।
কেউ করে সুখকে নিয়ে বসবাস,
আবার কেউ করে সেই সুখকেই করে পরিহাস,
দুঃখ নিয়ে কেউ করে মাতামাতি,
আবার দুঃখকেই কেউ করে সঙ্গীসাথী।
দুঃখের নোনা জলে কেউ ভাসে,
কেউ আবার সুখের সাগরে হাসে।
কেউ জানে না কোথায় সুখ,কোথায় দুঃখ
তারা কেবল আপন মনে খেলে লুকুচুরি,
আসলে কিন্তু সুখআর দুঃখ
নিতান্তই একই বংশের উত্তরসূরী।
খুজো না সুখ,খুজো তোমার শ্রেষ্ঠত্ব,
দেখবে সুখই খুজে নেবে তোমার আধিকত্ব্য।
আর দুঃখ সেতো থাকবেই হয়ে ছায়া,
কখনও করো না নিজের সুখের প্রতি মায়া
একদিন যেতে হবে চলে,সব ফেলে
নিজের জন্য কিছুকরো সঞ্চয়
যেন পরকালে পাও মুক্তি নিশ্চয়।
#ছোটমামা