সুখ-দুঃখ
লেখক:শেখ ফরিদ
সুখ বড় নিষ্ঠুর
সে শুধু খুঁজে বড় বড় অদৃষ্ট,
সুখ সেই জনের
যার জন্মলগ্ন থেকে সুখ সৃষ্ট।
দুঃখ বড় সস্তা
সে সবার প্রিয়পাত্র,
কতজনের কত
কথা শুনে দিবারাত্র।
সুখের আশায় আশায়
কেউ ছাড়ে আপন বাড়ী,
কেউ আবার সুখের খুঁজে
জীবন নদী অকালে দেয় পাড়ি।
দুঃখ কারো
জীবনের মালা,
দুঃখ ছাড়া
জীবন বড় কালা।
সুখী হলে
ভুলিবে তুমি সবি,
দুঃখী হলে
আপন তুইও পর হবি।
কোথায় গেলে
পাবো সুখ-দুঃখ হীন জীবন,
এরা ছাড়া কি
সত্যি অচল এ ভুবণ।
#ছোটমামা_ধানমন্ডি