সুবোধ তুই পালিয়ে যা
যেখানে এক যুবক হতাশাগ্রস্থ
তার অনিশ্চিত ভবিষ্যত নিয়ে,
সেখানে কি হবে?
কি হবে সুবোধ তোকে দিয়ে?
যেখানে কালোর মাঝে
বন্দি লোহার খাঁচায় আলো,
কি হবে এখানে থেকে?
সুবোধ তুই পালিয়ে যা এটাই হবে ভালো।
এখানে কিছু পাবিনে তুই
এখানে যে মানবতা বন্দি,
তাই বলছি সুবোধ,তুই পালিয়ে যা
ওরা তোকেও ধ্বংস করার আঁকছে ফন্দি।
যেখানে তোর ভালোবাসার মানুষগুলো
ওঠছে বেড়ে অনিয়ম আর অত্যাচারে,
কি জবাব দিবি?সুবোধ তুই পালিয়ে যা
কি জবাব দিবি পরপারে?
যেখানে বাতাসে দুর্নীতির কালো ধোঁয়া
মানুষের শরীরে রক্তের গন্ধ,
পালিয়ে যা তুই,সুবোধ
এখনানে যে ভালবাসা অন্ধ।
তাই বলছি আবারো, পালিয়ে যা
পালিয়ে যা তুই সুবোধ।
#ছোটমামা_ধানমন্ডি