সঙ
দেখছো যাকে হাসিমুখে
ওই যে রং মেখে সেজে সং
বুকের ভিতর হাজার কষ্ট
রেখে চেপে করছে কত ঢং।
কেউ জানে না কেউ বুঝে না
ওর মনে কোন উনুনের জ্বালা,
ওর ভিতরেও যে ছিল তাজা প্রাণ
ও যে বাসিত কাউকে ভালা।
আজ ওর মনে
কেবলি হাসানোর খেলা,
আমি দেখি ওর ঠোটের কোণে
শত দুঃখ নিয়ে বয়ে চলা ভেলা।
রং মেখে সং সেজে ছিল
কি দোষ ছিল ওর
হাজার স্বপ্ন ভেঙে গেল
হতে না হতেই ভোর।
#ছোটমামা_ধানমন্ডি