স্মৃতি

সকালবেলার সেই দুষ্টু,মিষ্টি আলো
সে আর দেখা হয় না, আগের মতো করে।
প্রতিদিন তুমি জানালার পর্দাটা দিতে সরিয়ে
ভোরের সেই মিষ্টি আলোকগুচ্ছ,
এসে পরত আমার রক্তিম চোখে,
ঠিক সেই মুহূর্তে হঠ্যাৎ করে তুমিও
এসে জুড়ে বসতে আমার বুকে।
আর আলতো করে একে দিতে
মনের রঙে রাঙানো উষ্ণ চুম্বন আমার ঠোটে।
স্মৃতি গুলো মনে হয় বার বার
আর আমার গাঁ শিয়রে ওঠে।

আমি শুধু সেই সকালে চেয়ে চেয়ে দেখতাম
তোমার মেঘবরন কালো ঘন ভেজা চুল,
হলুদ বরন গায়ের রং,ঝুমকো কানের দুল
আর আমি তোমার চুলে গুজে দিতাম বারান্দারর সেই গোলাপ গাছের একটি ফুল
তারপর জড়িয়ে দরে আবেগময় কান্নাটা
করতে কখনো হয়নি তোমার ভুল।

আর আজ!
তুমি নেই,
সকালবেলা পর্দাটা আমি এখন একাই সরাই,
আলোটাও ঠিক আগের মতোই
আমার চোখে এসে বসে,
শুধু তুমি নেই পাশে।
গেলাপ গাছটাও আমায় ডাকে,
তোমার সব স্মৃতি গুলো আমার চারপাশে ভাসে।

#ছোটমামা(শেখ ফরিদ)