শত মন
লেখক:শেখ ফরিদ
হায়রে মন, ওরে মন,বোকা মন
বুঝার মতন ক্ষমতা তোর হবে কখন!
কত রঙ বেরঙ এর মন রয়েছে
কত মনে কত জ্বালা সহিছে।
প্রেমে পোড়া মন
ধীরে ধীরে আঙ্গার হয়েছে।
মা হারানো মন
নীরবে পাথর হয়েছে।
বাবা হারানো মন
আগুনের শিখা হয়ে জ্বলিতেছে বুকে।
হায়রে মন, ওরে মন,বোকা মন
বুঝার মতন ক্ষমতা তোর হবে কখন!
শত আঘাতেও মন গুলো সব
দিয়ে যাচ্ছে ভালবাসার কলরব।
বাহ্যিক আঘাত দেখে সবে
পোড়া মন কে দেখেছে কবে?
পোড়া মন ভিতরেই পুড়ে
ভিতরেই ধোঁয়া উড়ে।
হায়রে মন, ওরে মন,বোকা মন
বুঝার মতন ক্ষমতা তোর হবে কখন!
#ছোটমামা_নিখোঁজ