লেখক:শেখ ফরিদ
আমার মাঝে তুমি
তোমার মাঝে আমি,
কত স্বপ্ন তোমায় নিয়ে
দিবারাত্রি করে মাতামাতি।
আকাশ ছোঁয়া ভালবাসা
তোমায় নিয়ে বাঁধব বাসা,
হৃদয় মাঝে গড়ব তাজমহল
কত রঙের রঙিন আশা।
তুমি আমার প্রথম সকাল
তোমাতে দেখি ভোরের আলো,
তুমি আমার জোনাকপোকা
পথ দেখাও দিয়ে ফাঁকি আঁধার কালো।
তুমি আমার স্বপ্নরানী
তোমাতে শত ভক্তি,
তুমি ফাল্গুনী কালো শশী
তোমাতে আঁধারের মুক্তি।
তুমি আমার কবিতা
তোমাতে মাখি ছন্দ,
তুমি চিরচেনা নন্দিনী
তোমার প্রেমেতে অন্ধ।
#ছোটমামা_ধানমন্ডি