পুতুলের নাম তিতলি

অবুজ পাগলি বানিয়েছে পুতুল
হাতে নিয়ে উলের পুটলি,
অনেক ভেবে বাস্তবতায়
নামটি দিয়েছে তিতলি।

মাটি দিয়ে বানায়নি পুতুল
ভেঙে যাবে বলে,
আদরে মমতায় তিতলিকে
জোড়ায়ে নিয়েছে তুলে কূলে।

সারারাত দিন জেগে
বানিয়েছে টুপি আর উষ্ণ জামা
যাতে তিতলিকে
ঘায়েল করতে না পারে শীত মামা।

অভিমান করে যদি
না বলে তিতলি কথা,
কাঁদে পাগলিটা সারারাত
অন্তরে লয়ে ব্যাথা।

বুঝতে করে না
সে কখনও চেষ্টা,
নেই যার প্রাণ
আর কি হবে শেষটা।

#ছোটমামা_ধানমন্ডি