প্রতীক্ষা

রাস্তার পাশে সেই সোডিয়াম লাইটের নিচে
আজও সেই মেয়েটি দাঁড়িয়ে আছে একা,
মেয়েটির নিয়নলাইট হাতে
আমি ছাড়া কেউ পায় না তার দেখা।

সেই মেয়েটির হাতে আজও রয়েছে
একখানা অশ্রুভেজা চিঠি,আর রক্তরাঙা গোলাপ,
মেয়েটির মুখে নেই শুধু আজ
বোকা ছেলেটাকে বুজানোর সেই প্রেমালাপ।

মেয়েটি তার হাতের ফুলটা
দিয়েছিল ভুল ছেলের হাতে,
তাইতো আজ মেয়েটির হৃদয়
ক্ষত বিক্ষত সেই ফুলের আঘাতে।

আজও মেয়েটি
আহত মনটা নিয়ে করে যায় অপেক্ষা,
আর ভেবে যায় নিয়নলাইট নিয়ে হাতে
কবে হবে শেষ তার এই প্রতীক্ষা।

আমি মেয়েটিকে
আজও দেখি প্রতিটি সন্ধ্যাবেলা,
নিয়নবাতি নিয়ে মেয়েটি হাসে
আর দেখি ভাবি কি মধুর এই প্রেম প্রেম খেলা।

কখনও হেসে বলে..

তুমি বড্ড বেশি পাষাণ,
আর একটু অভিমানী,
কই নাতো পাষাণ নই
তবে অভিমানী, এ আমি জানি।

হুম হয়েছে হয়েছে
রাখ তোমার বাড়াবাড়ি,
না হলে ছাড়তে হবে
আমার আপন বাড়ী।

সত্যি সে
আজ ছাড়িছে আপন বাড়ী,
নিষ্ঠুর হৃদয়,ভুল মানুষ
তার সব নিয়েছি কাড়ি।

#ছোটমামা_ধানমন্ডি