প্রশান্তি দাও

অনন্তকাল আমি তোমায় নিয়ে
এ পিচ ঢালা পথে হাটতে চাই পাশাপাশি,
শুনাতে চাই আমার হৃদয় নিগড়িয়ে রক্তকনার
চিৎকার করে বলে ওঠা ধ্বনি ভালবাসি,ভালবাসি।

ভালবেসে আজ আমি
হতে চাই উষ্ণ মরুভুমি,
শান্ত করে দিবে আমায়
প্রেমজলে ভিজিয়ে তুমি।

তোমার প্রেমে ভাসাবো
সাত রঙে রাঙা প্রেমতরী,
গা না ভাসিয়ে কেমনে থাকো
দেখবো তুমি কেমন নারী?

তুমি যখন আসো ঐনা নদীর ঘাটে
ছেড়ে তোমার এলোকেশ,
ভাবি বসে নদীর বাটে
এই বুঝি আজ প্রেমতরী হবে বাওয়া শেষ।

আঁকা বাঁকা করে আলতা পরা পায়ে
কাখে লয়ে মাটির কলস নিতে জল,
যখন আসো তুমি এই না নদীর ঘাটে
নদীর বুকে জোয়ার করে টলমল।

                  থামিয়ে দাও
    নদীর বুকের এই উত্তাল ঢেউ,
        প্রশান্তি দাও তুমি নদীকে
তুমি ছাড়া আরতো তা পারবে নাকো কেউ।

#ছোটমামা_ধানমন্ডি