প্রশান্তি -২

তোর প্রেমের উষ্ণ নিশ্বাস
আমার বুকে জুড়ে থাক,
তোর ঐ কমল ওষ্ঠে
আমার অনামিকার ছোঁয়া রাখ।

তোর কপাল জুড়ে
এঁকে দিব আছে যত
মনের গহীন কোনে
প্রেমের চুম্বন।

#ছোটমামা_ধানমন্ডি