প্রেম তরী
ওরে নীল নয়না
আমি আর কতকাল
ভাসাবো তরী
শূন্যে তুলে পাল।
চেয়ে চেয়ে থাকি
নীল আকাশ পানে,
জমে আছে আকাশ কত শত
রঙ বেরঙের মিছে অভিমানে।
তুই যখন আসিস শূন্যে
পরে নীল আভা শাড়ি,
আমার একলা তরীও
তখন লাগে ভীষন ভারি।
নীল নয়না আমি খুঁজি
আর মাঝপথে বারংবার বলি তোরে
এ তরী পৌছাবে বুঝি
আমি যখন যাবো মরে।
#ছোটমামা_ধানমন্ডি