পাখি আমার
খাওয়া নাওয়া সবি ভুলে
জনম ভরা দিলাম পাখির পাহারা,
আজি কেন পাখি আমায়
করলো গো পথহারা।
পাখির প্রেমে অন্ধ ছিলাম
সপিয়া দিলাম সবি,
পাখি ছাড়া একা একা
মন পাগলে কয় কেমনে রবি।
আগে যদি জানতাম আমি
পাখি হবো খাঁচা ছাড়া,
করতাম না মিছে প্রেম
দিতাম না পাখির মধুর ডাকে সাড়া।
পাখি এহন আছে
আমায় ছাড়া বহুত ভালা,
তাঁর কি পড়বে মনে
আমি যে ছিলাম তাঁর কৃষ্ণকালা?
পাখি সবি গেছে ভুলে
শুনায় এহন অন্যকে তাঁর বুলি,
আমি যে তাঁরে বাসতাম কত ভালা
কেমনে সব পাখি গেল ভুলি।
এহন না পারি আমি
ছাঁড়তে গো আমার কায়া,
দুঃখে-দুঃখে যাইতেছি
আমার জীবন নদী বায়া।
#ছোটমামা_ধানমন্ডি