পাখি
একটা পাখির
দিনদুপুরে আনাগোনা,
নতুন করে জ্বালবে আলোয়
আমার ছোট্ট ঘরখানা।
পাখির ডানা ভাঙা
মনোহরা কান্ড কারখানা,
হৃদয় আবার হলো রাঙা
দেখে পাখির হাসিখানা।
ও পাখি বলি তোরে
দে বিরহে আগুন জ্বেলে দে,
অবেলা বকুলে গাঁথা
ফুলের মালা লইবো কে?
পাখি তুই বড় নিষ্ঠুর
নিজের পাজরে লুকিয়ে হাজার দুঃখ,
কেন ছুটিস অন্যর পিছু
কুড়াতে অন্যের সুখ।
ছেড়ে দে পাখি
মিছে মায়ার আশা,
মুছে দে সব আবেগমাখা
নিষ্ঠুর ভালবাসা।
#ছোটমামা_ধানমন্ডি