অভিমান

প্রিয়তমা চারু,
        আজ তুমি করেছো অভিমান
তাইতো আকাশ হয়ে আছে অম্লান।
জানালার ফাঁকে দুষ্টু বাবুই পাখি
কি যেন বলবে তোমায়, দেখো দেখি।

মেঘগুলো যে থমকে গেছে,
তোমার গুমরা মুখনা দেখে,
ওরা বলছে আসবে নাকি
ভিজিয়ে দিতে তোমায়,
চেয়ে আছে অবাক হয়ে
তোমার পানে,
চিন্তা করছে কিসে ভাঙাবে
তোমার অভিমান।

দেখেছো,
            তুমি করলে অভিমান
সবাই ব্যস্ত হয়ে পড়ে করতে তোমায় সুখি
      আকাশটা তার রং এ নিজেই করে
           ভালবাসার আকিবুকি।

         গোলাপটাও দিচ্ছে সাড়া
তোমার অভিমান ভাঙাতে করছে তাড়াহুড়া।

  সবাই তোমার অভিমান ভাঙাতে মরিয়া
             তবু পারছে না
আর আমি শুধু ভালোবাসার উষ্ণ পরশে
  মনের পাজরে রাখব তোমায় জড়িয়ে।

     তোমার সব অভিমান যাবে হারিয়ে
       ভালবাসার রঙিন ডানা উড়িয়ে।

              অভিমানী চারু,
তেমাকে ভেবে ভেবেই যে আমার দিনটা হয় শুরু।

লেখক:শেখ ফরিদ(#ছোটমামা)