ওরা কারা
ফুটপাতের সেই ছেলেটি
যার মাথা ভর্তি কোকড়া চুল,
রাস্তায় জন্ম, রাস্তায় বেড়ে ওঠা
এটাই কি তার বড় ভুল?
ওরাও তো কোন না কোন
সুন্দর পোশাক পরিপাটি দেহ,
বাবুর দ্বারা জন্ম নিয়েছে
সেটা কখন কি ভেবেছো কেহ?
বাবুদের ছেলে খাবার না খেলে
কে কোথায় আছিস ডাক্তার ডাক,
আর সেই ছেলেটির ডাস্টবিনের
খাবারটুকুও নিয়ে যায় শেষ পর্যন্ত দাঁড় কাক।
ছেলেটির কপালে জুটে না
এ কনকনে শীতেও একখানা ত্যানা,
কেন? কি কারণে?
ওরা জন্মেছে রাস্তায় তাই সব পাওয়া মানা?
ওরা কেন রাস্তায়?
কেন আলাদা নাম পথশিশু,
তবে কি ওরা নয় মানব?
নিতান্তই পশু!!
#ছোটমামা_ধানমন্ডি