অনুমতি
আচ্ছা তুই কি আমার
প্রথম ভোরের আলো হবি?
তুই কি আমার
শূন্যতার মাঝে পূর্ণতা দিবি?
তুই কি আমার
চোখের জল হবি?
তুই কি আমার
ঘাতক হবি?
তুই কি আমার
ছবির রাণী হবি?
তুই কি আমার
বিষন্নতার কারন হবি?
তুই কি আমার
অপেক্ষার চাদর হবি?
তুই কি আমার
কবিতার ছন্দ হবি?
তুই কি আমার
বকুল ফুলের মালা হবি?
তুই কি আমার
চাঁদ দেখার কারন হবি?
তুই কি আমার
পথ হাটার সঙ্গী হবি?
#ছোটমামা_ধানমন্ডি