অচল আমি
আমার বুকের ভেতরটা
রিক্ত তিক্ত, বিষাদ মাখা,
আমার সব হারিয়ে আজ
নিঃস্ব হয়েছি, না পেয়ে তোমার দেখা।
আমার সব হয়েছে নষ্ট
আমার মন পোড়া,ভেঙেছে কুড়েঘর,
আমার প্রাণ পাখি তবু
সেথায় আসে যায় দিনবর।
আমি ভাঙা ঘরে
কোথায় দেব তোমার ঠাই,
আমি যে দুঃখের ফেরিওয়ালা
দুঃখ ছাড়া কিছুই আর নাই।
এখন আমি অনেক ভাল আছি
নিজে নিজে আপন মনে বলি,
আর অন্যের ভাঙা হৃদয়
আর দুঃখ ফেরি করে চলি।
কে আছো, কোথায়?
আছে কি কারো ভাঙা হৃদয়,
দিয়ে দাও আমায়, কেও আর
কিনবে না দিয়ে এত মূল্য বোধ হয়।
#ছোটমামা_ধানমন্ডি