নিঠুর সঙ্গ

লেখক:শেখ ফরিদ

আমি কি করে মাখিব গায়
রংধনুর সাত রাঙা রঙ
আমি তো সেজেছি সাদাকালো সঙ।

আমি কি করে পাইব তোরে
আমি তো বামন হয়ে
রইয়াছি বসে উজান তরীর চরে।

আমি কি করে দিব
তোর গলে বকুলফুলের মালা
তুই তো হারায়েছিস নিঠুর বনে কালা।

আমি কি করে সইবো
তোর প্রেমের এত জ্বালা
প্রেমোবাতাস লাগার আগেই ছিলাম ভালা।

#ছোটমামা_ধানমন্ডি