নীরবতা-২
নীল আকাশ আজ জমে গেছে
তোমার নীল আঘাতে,
সব যেন মিছে মায়া,বুক জুড়ে
পাথর ছেয়ে গেছে তোমায় ভাবতে ভাবতে।
চলে যদি যাবে স্বার্থপর
কেন হাতে রেখে হাত,
জ্যোৎস্না দেখে দেখে
করলে পার রাতের পর রাত।
শূন্যতায় ভাসিয়ে আমায়
দিয়ে গেলে একরাশি নীরবতা,
জীবন তরী ভীষণ ভারী আজ
বয়ে যাবো কেমনে তা?
তোমার নীরবতা,সেই আমায়
আজ করেছে ভীষণ একা,
বাড়িয়ে দিয়েছে বুকের ভিতর
শূন্য মনের ভিষন্নতা।
#ছোটমামা_ধানমন্ডি