নীরবতা      

আজ শত মেঘের দলগুলোও
মেনে নিল হার, কেন জানো?
শুধু তোমার ঐ নিষ্ঠুর নীরবতার জন্য।

আজ পাথরের বুক থেকে
বেয়ে পড়া জলও মেনে নিল হার
শুধু তোমার ঐ নিষ্ঠুর নীরবতার জন্য।

আজ পাহাড়ের বুক ফেটে
বয়ে পড়া আগ্নেয়গিরিও মেনে নিল হার
শুধু তোমার ঐ নিষ্ঠুর নীরবতার জন্য।

শত অপেক্ষার হার মেনে নিল
চাতকী আজ, কেন জানো?
শুধু তোমার ঐ নীরবতার জন্য।

ধোঁয়ার মাঝে হারিয়ে তোমায় খুঁজে পেতাম
কষ্টের মশাল জ্বেলে,তবুও হার মেনে নিলাম আজ
শুধু তোমার নিষ্ঠুর নীরবতার জন্য।

#ছোটমামা_ধানমন্ডি।