ও পবন একটু শোন
লয়ে যাও কিছু কথা
বন্ধুর জন্য কান্দে হিয়া
বুকে লয়ে হাজার ব্যাথ্যা।
ও মেঘ একটু দাঁড়াও
বন্ধুরে গিয়ে কইও
তার বিরহে অন্তর আমার
জ্বলে পুড়ে হইল ছাই।
আশা ছিল
ঘর বান্দিব বন্ধুর সনে
এই অভাগার মনের আশা
রয়েই গেল মনে।
লেখক:ছোটমামা
২৯.০৫.২০১৭