মন আকাশ
      লেখক:শেখ ফরিদ
  
অবাক হয়ে চেয়ে দেখি
আমার মনের আকাশ পাণে,
কার শোকেতে কালো মেঘ
বার বার বৃষ্টি ডেকে আনে।

যে আকাশ জুড়ে
ছিল হাজার তারার বসবাস,
সেই আকাশ জুড়ে এখন
কেবলি কিছু অপ্রাপ্ত দীর্ঘশ্বাস।

মন আকাশে জুড়ে
ছিল অবাক জ্যোৎস্নার মায়া,
আজ আকাশে শুধু
নিষ্ঠুর কালো মেঘের ছায়া।

           কাটবে না
      এই কালো মেঘ,
বাড়বে শুধু, আকাশ জুড়ে
       দীর্ঘশ্বাসের বেগ।

#ছোটমামা_ধানমন্ডি