মধ্যবিত্ত

ভালোবাসা কি জানো?
      আমি জানি
প্রিয়মানুষগুলোর জন্য
হৃদয়ের উষ্ণ অনুভূতি।

দুঃখ কি জানো?
  আমি জানি
দুঃখ হলো মধ্যবিত্ত
পরিবারের মায়ের ভুষণ।

স্বপ্ন কি জানো?
  আমি জানি
স্বপ্ন মধ্যবিত্তের মা বাবার
ছেলেদের তিলে তিলে গড়া হৃদয়াশা।

সুখ কি জানো?
  আমি জানি
মধ্যবিত্ত পরিবারে মা বাবার
চোখে জলে ভরা হাসি।

ভয় কি জানো?
  আমি জানি
মধ্যবিত্ত পরিবারে স্বামীর
প্রতিচরম ভক্তি।

#ছোটমামা_ধানমন্ডি