মেঘবালিকা
             লেখক:শেখ ফরিদ
মেঘবালিকা জানো?
আমি নাকি হয়েছি পাগল,ওরা বলে দেখে আমায়
জানো আমি এতে একটু রাগি না
কারন আমি জানি,মানি মনের মেঘবালিকা তোমায়,
ওরা তো তোমায় কখনও তোমার দেবীরূপে দেখে না।

ওরা দেখে মাথার উপর বিশাল আকাশ
আর আমি,তার মাঝে খুঁজে পাই হৃদয় বিকাশ,
ওরা দেখে সাদা কালো ছাঁওয়া মেঘ
আর আমি,তার মাঝে পাই তোমার প্রমের তীব্র আবেগ।

ওরা দেখে জলে ভরা শুধু নদী
আর আমি,তার মাঝে ডুবি শেষ নিঃশ্বাস অবধি,
ওরা দেখে শুধু সবুজ অরণ্য
আর আমি,তার মাঝে খুঁজি তোমার প্রেমের তারুণ্য।

#ছোটমামা_ধানমন্ডি