কথা দে
আচ্ছা শোন না এই
তুই কি আমার পাশে শেষ নিশ্বাস অবদি রবি?
তুমি কি আমার মন আকাশের চন্দ্র হবি?
তুই কি আমায় তোর মনোরাজ্যের রাজা বানাবি?
দিলাম কথা আমি
তোকে ছেড়ে যাবো না,
তুই যে আমার সবচেয়ে দামি
এ জীবন গেলে আর তো পাব না।
#ছোটমামা_ধানমন্ডি