কবর সত্য
                    লেখক:শেখ ফরিদ
বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আছে যত
সবে আসবে দেখতে আমায় শেষ দেখা
করাবে বরই পাতার গোসল,লাগাবে আতর,গোলাপজল
বাশেঁর ছাওনি,মাটির দেওয়াল,ঘুমাতে হবে একা।

দিনের পর দিনের রং তামাশা
বাড়ী,গাড়ী,নারী সবি রবে পড়ি,
কবরদেশে ঘুমাতে হবে একা
যাইতে হবে মনা তোমায় সবি ছাড়ি।

মিছে আশা,মিছে মায়া সব
ছেড়ে করো প্রভুর প্রার্থনা,
হাশরে তুমি পাবে মনা
নবীর শাফায়াতখানা।

যার শাফায়াত পেলে
হিসাব-নিকাশ সেসব পরে,
সবার আগে হাসিমুখে
বেহেস্ত নসিব হবে তোমার তরে।

#ছোটমামা_ধানমন্ডি