কবিতা
একটি কবিতায়
সহসা ফুটে ওঠে প্রতিবাদী কন্ঠে।
একটি কবিতায়
লুকিয়ে থাকে শত কষ্টের কারন।
একটি কবিতায়
ফুটে ওঠে হৃদয়ের জমে থাকা শত কথার কথামালা।
একটি কবিতায়
শোভা পায় প্রকৃতির আবেগ,সুখ-দুঃখ।
একটি কবিতায়
লিখা হয় প্রেমের বিরহমাখা কিছু স্মৃতিকথা।
একটি কবিতায়
জোয়ার আসে শত রঙে রাঙা ভালবাসার।
একটি কবিতায়
গা ঢাকা দেয় স্বপ্ন ভাঙা পথিক।
একটি কবিতায়
লেখা হয় জীবন মাঝির আত্মকাহিনী।
একটি কবিতা
ছেয়ে যায় মা-বাবা,ভাই-বোনের ভালবাসায়।
একটি কবিতার
বুক জুড়ে কত ভাঙা-গড়া মিশে যায়।
কেউ না জানুক
জানে কবি,কবিতার মনে আঁকা কত ছবি।
#ছোটমামা_ধানমন্ডি