কি লিখব?
কোন এক মিষ্টি সকালবেলা মায়া ভরা মুখে
হঠ্যাৎ করে সে বলে ওঠে মনে লয়ে ভীষন ভয়
আমাকে নিয়ে একখানা কবিতা লিখবে?
না, না থাক, তুমি করেছো রাগ নিশ্চয়?
এমন মৃদু হেসে বললে
কার না মন ওঠবে দোলে,
আমি বসলাম লিখতে
আমার মনের সব ব্যাথা ভুলে।
লিখতে বসে শুধু ভাবি
কি লিখব?আমি নয়ত কোন কবি!
আমি লিখতে লিখতে ভাবি
তার কৃষ্ণকালো আখি,
মেঘবরণ কেশ,কপালের টিপ
আর কল্পনায় নয়ন ভরে দেখি।
ভাবিতে ভাবিতে হঠ্যাৎ খুলে দেখি আঁখি
কেটে গেল নিষ্ঠুর বেলা,
দেখল না কবিতা,নিল না পরশ
চলে গেল করে অবহেলা।
#ছোটমামা_ধানমন্ডি