কাশফুল
মনে আছে কি?
কোন এক শরৎতের বিকেলে,
বসে ছিলাম দুজন সবুজ ঘাসে,
হঠ্যাৎ তুমি করে ছিলে আবদার,
ঐ যে দেখছ সাদা কাশফুল,
ঐ ফুলগুলো চাই আমার।
আমি আর তুমি বসেছিলাম নদীর এপারে
আর কাশফুল গুলো দোলছিল ওপারে।
আমি কিছুই ভেবে পাইনি মনে,
কারন নদী যে ছিল নিষ্ঠুর আমার সনে।
আমি জানতাম না সাঁতার,
আর তাই পারিনি সেদিন তোমার ইচ্ছে পুরন করতে।
কিন্তু সত্যি বলছি, চারু
আজ আমি সাঁতার পারি,
আজ তোমার দেওয়া দুঃখের সাগর
আমি একাই সাতরে পার হতে শিখেছি।
কেমন আছো চারু??
নিশ্চয় সুখে আছো,
এখনতো হয়তো তোমার সাথে আছে,
নতুন প্রেমের সাতারু।
আমি এখনও বসে থাকি একা একা
আর কাশফুলের সাথে করি দেখা,
কাশফুল গুলো আমাকে কি বলে জানো??
অহ!শুনবে না,
তবু বলি।
ওরা বলে, কি রে, তর সেই নীল শাড়ী পড়া,
অভিমানী মেয়েটি কই??
তোকে একা দেখে,
ওপার থেকে চলে আসলাম।
তুই এখন একা কেন থাকিস বসে,
তবে কি?
আজ নেই সে তোর পাশে
ভাবিস বা ভেবে কি হবে?
ওদের কথা কিছুক্ষন শুনি আপন মনে,
হয়ত, তুমি থাকলে কথা হতো ওদের সনে।
#ছোটমামা