কে আমি?
             লেখক:শেখ ফরিদ
আমি গলা চিরে দিচ্ছি স্লোগান
নতুন ভোরে গড়ব নতুন প্রাণ,
সকলকে বলি,উপদেশ দিয়ে পার
অথচ নিজের ঘরে ঘোর অন্ধকার।

আমি পাপী,আমি অভিশপ্ত
অথচ অন্যকে করি উত্তপ্ত,
আমি অনীতির অধিকারী
অথচ গাহি ন্যায়ের জারি।

#ছোটমামা_ধানমন্ডি